মঙ্গলবার ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারির ফুল এইচডিপ্লাস ডিসপ্লের এ হ্যান্ডসেটটি উন্মোচন করা হয়েছে।
ফোনটিতে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডটড্রপ ডিসপ্লে রয়েছে। যার ২৩৪০x১০৮০ পিক্সেলের রেজ্যুলেশনের সাথে ১৫০০:১ কনট্রাস রেশিও এবং ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও পাওয়া যাবে।
আরও পড়ুন: দেশের বাজারে পোকোর নতুন ৩ স্মার্টফোন
ডিভাইসটির ডিসপ্লেকে যেকোনো স্ক্র্যাচ থেকে সুরক্ষা দিতে এতে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রযুক্তি। এর পিছনে রয়েছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট টেক্সাচরড। ডিভাইসটি আনলক করতে সাইডে ফিঙ্গরপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।
ক্যামেরা অংশে ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরাসহ ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে এবং সেলফি তোলার জন্য এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: রেডমি ৯সি স্মার্টফোন ও মি স্মার্ট ব্যান্ড ৫ আনল শাওমি
পোকো এম৩ স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের সাথে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ রয়েছে। এর ১১ ন্যানোমিটার প্রসেসরের কারণে উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিতের পাশাপাশি ফোনটি খুব কমই গরম হবে এবং ব্যাটারি শক্তি কম খরচ করবে।
কর্তৃপক্ষের দাবি, সর্বোচ্চ ব্রাউজিং সুবিধা, সংযোগ, সারাদিন স্ট্রিমিং করার জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারির ফোনটি একবার সম্পূর্ণ চার্জ করে নিলে সাধারণ ব্যবহারে পাঁচ দিন, মাঝারি ব্যবহারে তিন দিন এবং সর্বোচ্চ ব্যবহারেও নিশ্চিন্তে দেড় দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
আরও পড়ুন: বাজারে নতুন অডিও ডিভাইস আনল শাওমি
এছাড়া, এতে ইন্টারফেস এমআইইউআই-এর ব্যাটারি সেভিংস মোড ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। সেই সাথে ২২.৫ ওয়াটের একটি চার্জার থাকছে ও রিভার্স ওয়্যার চার্জিংও সাপোর্ট সুবিধা রয়েছে।
দেশের বাজারে পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাকে এ তিনটি রঙে পাওয়া যাওয়া পোকো এম৩ স্মার্টফোনটি। ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম সংস্করণগুলো যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৬,৪৯৯ টাকায় পাওয়া যাবে।
আরও পড়ুন: ইনফিনিক্স নিয়ে আসছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার স্মার্টফোন নোট ৭